Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুসফুসসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা বছরে ৭০ হাজার মানুষ যায় মারা যায়

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনসংখ্যার বৃদ্ধি, নগরায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন, বায়ুদুূষণ, তামাকের ব্যবহার ও এইচআইভি’র সংক্রমণে দেশের অনেক মানুষ শ্বাস-সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, শুধু এ্যাজ্মা রোগে প্রায় ৭০ লাখ মানুষ আক্রান্ত। দেশে প্রতি বছর প্রায় ৭০ হাজার মানুষ যক্ষা রোগে মারা যায়। আগামী ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী শ্বাস সংক্রান্ত রোগসমূহ মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হওয়ার আশংকা প্রকাশ করেন। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান বিশেষজ্ঞরা।
ফুসফুস সংক্রান্ত স্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে ফুসফুস স্বাস্থ্যের ওপর তিনদিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনীতে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ১ হাজার ৪১৩ ডাক্তার অংশগ্রহণ করেন। সম্মেলনে বিভিন্ন সেশনে সাইন্টিফিক পেপারস উপস্থাপন করা হয় এবং বিভিন্ন ব্যক্তিকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার প্রদান করা হয়। আজ শুক্রবার সম্মেলনের শেষ দিন।
বাংলাদেশ লাং ফাউন্ডেশন এর সভাপতি প্রফেসর মোহাম্মদ রশিদুল হাসান, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আলী হোসেন, ট্রেজারার ডা. আসিফ মুজতবা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আব্দুস শাকুর খান, সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. কাজী সাইফুদ্দিন বেননূর, সমাজকল্যাণ সম্পাদক ডা. জিএম মুনসুর হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ