পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা বাসষ্ট্যান্ড থেকে ছোট চন্দ্রাইল দাসপাড়া পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ শেখ রাসেল সড়ক প্রশস্তকরণ, কার্পেটিংসহ পাইপ লাইন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আইইউআইডিপি ও এডিপির অর্থায়নে নির্মিত এ সড়ক বৃহস্পতিবার উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির মোল্লা। পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের সভাপতিত্বে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গোলাম কবির মোল্লা। এ সময় পৌর মেয়র বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তা হলে দেশের তথা পৌরসভার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান, সাধারণ সম্পাদক সাখাওয়াত সাকু, দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।