Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির প্রত্যাশা সরকার সমাবেশে আসতে বাধা দেবে না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সোহরাওয়ার্দি উদ্যানে ১২ নভেম্বর সফল সমাবেশ করতে সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ প্রত্যাশা করছে বিএনপি। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশ করতে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করবো। তারা যেন কোনো রকমের উস্কানিমূলক কার্যক্রম না করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। একই সঙ্গে আমরা অন্যান্য রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা চাইব। যাতে জনগণের মত আমরা নিঃসংকোচে প্রকাশ করতে পারি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল রোববার সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল তিনটায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে যান মীর্জা আব্বাস। সেখানে মাঠের কোথায় মঞ্চ নির্মান হবে তার একটি সম্ভাব্য নকশা নিয়ে মঞ্চ নির্মাতার সাথে আলাপ করেন তারা। ##
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আমি বলতে চাই, বিএনপি কখনো উৎশৃঙ্খল দল নয়, অন্তুত: আওয়ামী লীগের মতো। একটা সুশৃঙ্খল দল হলো বিএনপি। সমাবেশের দিন সরকার যাতে গাড়ী আটকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধার সৃষ্টি না করে সে প্রত্যাশা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ