পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সভা-সমাবেশ করা বিএনপির রাজনৈতিক অধিকার, এটা সরকারের দান নয় বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে সমাবেশের জন্য পুলিশের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন হতো না। গতকাল তিনি এ কথা বলেন। ১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক, কতটা আন্তরিক’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রুহুল করিব রিজভী বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সমাবেশে বাধা দেয়া হয়েছে। সভা-সমাবেশ করা রাজনৈতিক অধিকার। এটা সরকার বা পুলিশের দান নয়। এখন আগে ১২ নভেম্বর সমাবেশ হোক। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই। তিনি বলেন, গণতন্ত্র অবরুদ্ধ, নিষ্পেষিত, বুটের তলায় অবরুদ্ধ। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।
রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কারা হামলা করেছে জনগণ দেখেছে। গণমাধ্যমের কর্মীরা কি বিএনপি করে তাদের গাড়িতে হামলা কেন? ওবায়দুল কাদের অনেক কথা বলেন তিনি মিথ্যা ছাড়া সত্য কথা বলা ভুলে গেছেন; এখন সত্যাটা আর খুঁজে পান না। ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজভী আরো বলেন, অবৈধ প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তিনি (কাদের) দিনে-দুপুরে মিথ্যা কথা বলছেন। লজ্জা করে না মিথ্যা কথা বলতে? বিএনপির চেয়ারপারসনের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ কিন্তু বিএনপি নেতা ডা. শাহদাতকে ফাঁসানোর চেষ্টা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।