Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষ পরিবর্তন চায় -ড. কামাল হোসেন

| প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে এখন লোক দেখানো গণতন্ত্র চলছে এবং দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে গণফোরামের সভাপতি সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, লোক দেখানো গণতন্ত্র নয়, প্রকৃত বহুদলীয় গণতন্ত্র দেখতে চায় দেশের মানুষ। এ জন্য ঐক্যের বিকল্প নেই। গতকাল ‘১০ নভেম্বর নূর হোসেন দিবসে’ উপলক্ষ্যে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেনের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। এ সময় গণফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ড. কামাল বলেন, টগবগে তরুণ নূর হোসেন যে উদ্দেশ্যে ১৯৮৭ সালে জীবন দিয়েছিলেন, এর অনেক কিছুই আজও উপেক্ষিত। মতপ্রকাশের স্বাধীনতা, সবার সমান সুযোগ থাকা গণতান্ত্রিক অধিকার। কিন্তু দেশে এখন সেটা নাই। দেশে যা হচ্ছে তাকে আইনের শাসন বলে না। এভাবে একটা দেশ চলতে পারে না। মানুষ এ থেকে পরিত্রাণ চায়। এ জন্যই দরকার পরিবর্তন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ