Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর অঞ্চলেও মিলছে আয়কর মেলার সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ৭:১৬ পিএম

রাজধানীসহ সারাদেশে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হলো আয়কর মেলা। মেলায় করদাতাদের জন্য নানা সুবিধা বিদ্যমান ছিল। তবে মেলা শেষ হলেও দেশের কর অঞ্চলেও এসব সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংশ্লিষ্টরা বলছেন, করদাতাদের আগ্রহ বিবেচনা করে এনবিআর আয়কর মেলার পরও কিছুদিন ট্যাক্স কার্ড-সহ অন্যান্য সেবা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর জানায়, আগামী ১২ নভেম্বরের পর কর সার্কেলে রিটার্ন দাখিল করলেও পাওয়া যাবে ‘আয়কর আইডি কার্ড’। এ ছাড়া ২৪-৩০ নভেম্বর সারাদেশে সব কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে এবং আয়কর মেলার মতই সব করসেবা দেয়া হবে। এ সময় আয়কর আইডি কার্ডও পাবেন করদাতারা।
রাজধানীর সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রধান আকর্ষণ ছিল ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’। এবারই প্রথম করদাতাদের এ স্মার্ট কার্ড প্রদান করা হয়। বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে এ কার্ড ব্যবহার করতে পারবেন করদাতারা। এনবিআর-এর সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বলেন, করদাতারা এ কার্ড পেয়ে সম্মানিত ও গর্ববোধ করছেন। মেলার পরও করদাতাদের এ কার্ড দেয়া হবে।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ