Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ডিআইজি হলেন ৩৩ জন কর্মকর্তা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যাদের পদোন্নতি দেয়া হয়েছে তারা হলেন-সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশ অধিদপ্তরের এআইজি গাজী মো. মোজাম্মেল হক, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবুল ফয়েজ, পুলিশ অধিদপ্তরের এআইজি এস এম আক্তারুজ্জামান, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এসপিবিএন পুলিশ সুপার মো. হায়দার আলী খান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলাম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার বেগম আতিকা ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি রুহুল আমীন, সিলেটের (এসএমপি) উপ-পুলিশ বাসু দেব বনিক, সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পরিচালক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (পুলিশ সুপার) মো. মনির হোসেন, আরএমপির উপ-পুলিশ কমিশনার একেএম নাহিদুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাগুরার পুলিশ সুপার মো. মুনিবুর রহমান, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিত্যেষ, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার মো. মজিদ আলী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের এআইজি কাজী জিয়াউদ্দিন ও বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিআইজি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ