Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াই কোটি টাকা মূল্যের কোকেনসহ যুবক আটক

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি কোকেনসহ স্বপন মৃধা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন এ তথ্য জানান। আটককৃত স্বপন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে।
মির্জাপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মো. সাহাদত হোসেন জানান, স্বপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে সে এক পর্যায়ে কোকেন ব্যবসার সঙ্গে যুক্ত হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে স্বপন মৃধাকে এক কেজি ওজনের কোকেনসহ হাতেনাতে আটক করা হয়। আফগানিস্তানের তৈরি উদ্ধারকৃত কোকেনের মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এক প্রশ্নের জবাবে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাদত হোসেন জানান, উদ্ধার হওয়া কোকেন আফগানিস্তান থেকে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসতে পারে। এই কোকেন ব্যবসার সাথে মাদক ব্যবসার বড় কোন চক্র জড়িত থাকতে পারে বলেও সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।
এ মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ইনপেক্টর তদন্ত এস এম তুহিন আলীসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ