পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৭ আজ বুধবার শুরু হচ্ছে । রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সপ্তমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ১২টি দেশের ৬৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের আয়োজনে ডেনিম শিল্পের স্বচ্ছতাকে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতা ও ভোক্তাদের কাছে পোশাক উৎপাদনের স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনায় গুরুত্ব দিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ডেনিম রফতানিতে দেশের শীর্ষ চার প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স, অনন্ত, বিটপি ও ডেকো এতে অংশ নেবে। উদ্ভাবনী ও টেকসই উৎপাদন প্রক্রিয়া নিয়ে ক্রমাগত প্রচেষ্টা এ চার ব্র্যান্ডকে বাংলাদেশের ডেনিম শিল্পে প্রথম সারিতে প্রতিষ্ঠা পেতে সহায়তা করেছে।
প্রদর্শনীতে ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত শীর্ষ পণ্য ও এক্সপোর থিমের ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম প্রদর্শন করবে, যা সম্পূর্ণ ডেনিম সরবরাহকারী চেইনকে প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মোস্তাফিজ উদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মিলনমেলায় পরিণত করার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করাই এ প্রর্দশনীর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইনের জন্য আরও বেশি সুযোগ তৈরি এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, বিশ্বে যেখানে নৈতিকতা ও দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ, সেখানে পণ্য উৎপাদনের ইতিহাস ও উৎস প্রধান বিবেচ্য বিষয়। স্বচ্ছতা বলতে এখানে শ্রমিকের অধিকার ও কল্যাণের বিষয়টি নজরদারি ও দায়িত্বশীলতার আওতায় নিয়ে আসাকে বোঝানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।