Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেনশনসহ বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা দাবি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের ৩২৭টি পৌরসভায় একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন : সব নাগরিক সেবা বন্ধ
১৩ নভেম্বর সকল পৌরসভায় পূর্ণদিবস একযুগে কর্মবিরতি ঘোষণা
 রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে গতকাল সকাল হতে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির আলোকে সারাদেশের ৩২৭টি পৌরসভায় একযুগে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতিতে পরিচ্ছন্নতাকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারী সুশৃংখলভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি পালনকালে জনসাধারণের সেবামূলক কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয় এবং আগত সেবাপ্রাপ্তিদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলিম মোল্লা ফরিদপুর ও রাজবাড়ী পৌরসভায় কর্মবিরতিতে অংশগ্রহণকালে বলেন, বিগত কয়েকবছর ধরে আমাদের সংগঠন বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রাপ্তির দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান, বিভাগীয় সমাবেশ, সাংবাদিক সম্মেলনসহ নানান কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা ও আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে আহব্বান করেছি। সারা দেশে ৩২৭টি পৌরসভার বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না এবং চাকুরী শেষে পেনশন পাচ্ছেন না। আজ তারা মানবেতর জীবন যাপন করছেন। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অর্ধাহারে ও চিকিৎসা সেবা না পেয়ে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ সংবিধান মোতাবেক সরকারী কর্মচারী হওয়া সত্তে¡ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা না পেয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশের বিভিন্ন পৌরসভায় ৫৬ মাস পর্যন্ত বেতন-ভাতাদি বকেয়া রয়েছে। দেশের মোট প্রবৃদ্ধির ৬৫% শহর অঞ্চল হতে আসে। যা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের অবদানের ফসল। অথচ সেই কর্মকর্তা-কর্মচারীরাই রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতাদি হতে বঞ্চিত।
বক্তারা প্রধানমন্ত্রী, এল.জি.আর.ডি মন্ত্রী ও এলজিডি সচিবসহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে যৌক্তিক দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ