Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে নতুন কর্মসূচি

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কর্মসূচি গৃহীত হয়েছে। যৌথভাবে এসএমই ফাউন্ডেশন এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করবে।
এ বিষয়ে গতকাল সোমবার এসএমই ফাউন্ডেশনের কনফারেন্স রুমে ১৬টি আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই বিভাগের প্রধানদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ উদ্যোক্তাদের ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করলে দেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে এক নতুন মাত্রার সৃষ্টি হবে। উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই ব্যাংকগুলো তাদের গ্রাহকদের জন্য ঋণবহির্ভূত সেবা দিলেও বাংলাদেশে ধারণাটি নতুন। ঋণ গ্রাহকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হলে, তা ব্যাংকের জন্যই সুবিধাজনক হবে। এতে গ্রাহকদের ব্যবসার ঝুঁকি হ্রাস পাবে, ব্যবসা টেকসই হয় ও স¤প্রসারিত হবে।
এছাড়া, সেবাপ্রাপ্ত গ্রাহকরা ব্যাংকের প্রতি সন্তুষ্ট থাকবে। যা ব্যাংকের ব্যবসা অক্ষুন্ন রাখতে ভূমিকা পালন করবে।
বক্তারা আরো বলেন, উপরন্তু গ্রাহকের ব্যবসা টেকসই ও স¤প্রসারিত হওয়ার কারণে ব্যাংকের জন্য নতুন নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। এসএমই ফাউন্ডেশন এবং ব্যাংকগুলোর এই সময়োপযোগী উদ্যোগের ফলে নারী উদ্যোক্তাদের জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে।
সভায় জানানো হয়, একটি কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশন আগামী অর্থবছরে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ব্যাংকের সাথে যৌথভাবে ৫০টি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবে।
সভায় ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ