Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৪৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) অবকাঠামো উন্নয়নের দুটি প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করছে।
দুটি প্রকল্পে সংস্থাটি দুই ধরনের সুদে ৪৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে। ঋণের টাকা ৩৮ বছরে পরিশোধ করতে হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে। গতকাল রোববার সকালে শেরে বাংলা নগরস্থ ইআরডি সম্মেলনকক্ষে ইআরডি ও বিশ্বব্যাংকের মধ্যে দুটি ঋণ চুক্তি সই হয়। ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান চুক্তিতে সই করেন।
এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। নতুন বাজারে প্রবেশে সহায়তা কর্মসূচি, উৎপাদনশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত দুর্বলতা দূর করা ও প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। এই প্রকল্পের ছাড়কৃত অর্থের ওপর শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। অছাড়কৃত অর্থের ওপর শূন্য দশমিক ৫০ শতাংশ হারে প্রতিশ্রুতি ফি দিতে হবে। ৬ বছর গ্রেস পিরিয়ড সহ মোট ৩৮ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
আর বিনিয়োগ প্রোমোশন ও অর্থায়ন সুবিধা প্রকল্পে দিচ্ছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার। বিশ্বব্যাংক দেবে ১০ কোটি ডলার এবং আইডিএ নমনীয় ঋণ থেকে ২৫ কোটি ৬৭ লাখ ডলার। মোট প্রকল্প ব্যয় ৪১ কোটি ৬৭ লাখ ডলার। বাকিটা বাংলাদেশ সরকারকে দিতে হবে। প্রকল্পের ঋণের টাকা ৬ বছর গ্রেস পিরিয়ড সহ মোট ৩৮ বছরে পরিশোধ করতে হবে। ৫ বছরের এই প্রকল্প ২০২২ সালের জুনে শেষ হবে। প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ