Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে- চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:২০ পিএম, ১৯ মার্চ, ২০১৬

চট্টগ্রাম ব্যুরো : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এতে আধুনিক শিক্ষার্থী সম্পৃক্ত করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয় থেকে অনেক বড় বড় আলেম হবেন এবং ভাল অফিসারও হবেন। সরকার সুযোগ করে দেয়ায় এ বিশ্ববিদ্যালয় থেকে উন্নতমানের শিক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়েছে। তারা গত জুলাই থেকে পে-স্কেলে বেতন পাবেন। আজ শনিবার নগরীর মুরাদপুরস্থ একটি কনভেনশন হলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত মাদরাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও আধুনিকীকরণ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী বলেন, ২০১০ সালে জাতীয় শিক্ষানীতিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ও বলিষ্ঠ পদক্ষেপে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ৩১টি মাদরাসায় অনার্স কোর্স চালু হয়েছে। আগামীতে ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু হবে। তিনি আরও বলেন, আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা। বক্তব্য রাখেন চট্টগ্রাম জমিয়াত নেতা মাওলানা অধ্যক্ষ আবুল বয়ান হাশেমী, অধ্যক্ষ মাওলানা মোক্তার আহমদ, অধ্যক্ষ মাওলানা আবুল ফরাহ মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা ইসমাইল নোমানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ