Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করব -খালেদা জিয়া

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আজ শনিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। খালেদা জিয়া বলেন, যেসব বাধা জনগণের উৎসাহ, মেধা দমন করে তা সরিয়ে আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়বে বিএনপি। আমরা ভিশন ২০৩০ এর খসড়া করেছি। এটি শিগগিরই চূড়ান্ত হবে।

তিনি বলেন, দেশ আজ নষ্ট রাজনীতির দিকে চলে যাচ্ছে। এ নষ্ট রাজনীতি থেকে দেশকে বের করতে না পারলে দেশ অন্ধকারে চলে যাবে। আমাদের কাউন্সিল থেকে জাতীয় জীবনে জমাটবাঁধা অন্ধকার থেকে আলোর আভাস আনতে হবে। এজন্য আমরা চাই সকল মত ও পথকে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি গড়তে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ