Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যালনের পদত্যাগ হাস্যকর : জুলিয়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হাঁটু ছুঁয়ে অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের পদত্যাগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন ঘটনার সাথে সংশ্লিষ্ট নারী সাংবাদিক জুলিয়া হার্টলি ব্রæয়ার। জুলিয়া হার্লি ব্রæয়ার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ১৫ বছর আগে এক নৈশভোজের অনুষ্ঠানে তিনি (ফ্যালন) আমার হাঁটুতে হাত ছোঁয়ান। এতে আমি প্রতিক্রিয়া দেখালে তিনি পরবর্তীতে ক্ষমাও চান। আমি ব্যাপারটি মেনে নিই। তাকে ক্ষমাও করে দিই। আমার কাছে এটাকে খুব বড় কোন অপরাধ বলে মনে হয়নি। এখন হঠাৎ করে গণমাধ্যম এই পুরনো খবর নিয়ে মেতে উঠেছে। আমার মনে হয় না, এটি তার পদত্যাগের কারণ। আর, যদি এ কারণেই তিনি পদত্যাগ করে থাকেন, তবে আমি এ সিদ্ধান্তকে একটি উদ্ভট, পাগলামি এবং হাস্যকর সিদ্ধান্ত বলতে বাধ্য হচ্ছি। আমি মনে করি ফ্যালন একজন কার্যকর প্রতিরক্ষামন্ত্রী এবং তিনি সফলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। তার মতো একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ব্রেক্সিট বাস্তবায়নের ¯পর্শকাতর মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেয়াটা সরকারের জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে বলেই আমার ধারণা। স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ