Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাসের মানবতাবিরোধী খলনায়কদের ষড়যন্ত্র থেমে নেই -ওবায়দুল কাদের

অসুস্থতার কারণে জেলহত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী অংশ নিতে পারেননি

| প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একই নীল নকশার অংশ। খলনায়করাই এ ধরনের ঘৃণ্য ও জঘন্য হত্যকান্ড চালিয়েছে। তিনি বলেন, ইতিহাসের মানবতাবিরোধী খলনায়কদের ষড়যন্ত্র থেমে গেছে, তা আমি মনে করি না। তাদের থেকে সাবধান থাকতে হবে। তবে তাদের মনে রাখা উচিত ৭৫, ২০০৪, আর ২০১৭ এক নয়। আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন।
গতকাল শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষ্যে গতকাল বিকালে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় চারনেতার স্মরণ সভায় ওবায়দুল কাদের জানান, অসুস্থতার কারণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ওনার (প্রধানমন্ত্রী) অস্ত্রপচারের পর ওনার যতটুকু বিশ্রামে থাকার কথা ছিলো উনি তা ছিলেন না। তিনি চাপ নিয়ে কাজ করেছেন।
জাতীয় চার নেতার স্বরণ সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব করার কথা ছিল।
কাদের বলেন, উনি এ রকম জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেননি এমনটা ঘটেনি। উনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আগামী ৫ নভেম্বর কমনওয়েলথ পার্লামেন্টরি কনফারেন্সে অংশগ্রহণ করবেন আশা করছি।
এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ