পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার গত বছরের একই সময়ের চেয়ে নয় দশমিক ৪৬ শতাংশ পয়েন্ট বেড়েছে। এছাড়া সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে বালাইনাশক আইন-২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বি তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৭ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয়টি মন্ত্রিসভা বৈঠকে ৮০টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৯টির, ২১টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের একই সময়ে মন্ত্রিসভার আটটি বৈঠক হয়েছে। ওই সময়ে সিদ্ধান্ত হয় ৫৬টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৬টি। আর ২০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ। শফিউল বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে সাতটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে ছয়টি আইন। আর ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছিল চারটি। ওই সময়ে সংসদে ১০টি আইন পাস হয়।
২ বছরের কারাদন্ডের বিধান রেখে বালাইনাশক আইন অনুমোদন
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রেখে বালাইনাশক আইন-২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন করা হয়। উল্লেখ্য, পেসটিসাইড অর্ডিনেন্স ১৯৭১-কে পরিবর্তন করে বালাইনাশক আইন-২০১৭ প্রণয়ন করা হয়েছে। গত ১৯ মার্চ কিছু পর্যবেক্ষণসহ আইনটি নীতিগতভাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা । চূড়ান্ত অনুমোদন পাওয়া আইনটিতে ৩৬টি ধারা করা হয়েছে।
জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারী
এখন থেকে প্রতি বছরের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৫ ফেব্রুয়ারি তারিখকে জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা এবং দিসবটি পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্তের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২২ মার্চ প্রস্তাব ছিল। কিন্তু ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। কারণ হল ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তার স্থাপন করা হয়। এজন্য ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। শফিউল বলেন, এটার আরও একটা কারণ হল ফেব্রুয়ারি মাসটা হল বই নিয়ে আমাদের বেশ মাতামাতি হয়। একুশে মেলা, একুশে ফেব্রুয়ারি এগুলোর সাথে সামঞ্জস্য রেখে যেহেতু ৫ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর হয় সেজন্য এটাকে ওই দিনে পালনের সিদ্ধান্ত হয়েছে।
সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে মন্ত্রিসভার শোক প্রকাশ
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদ এবং সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, শিলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসস্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম গত ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।