Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংকিং ‘নিয়ন্ত্রণে’ এস আলম

হাসান সোহেল | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রথাগত সুদীকারবারী ব্যাংক নয়, মূলত ইসলামী ব্যাংকিং ব্যবস্থায়ই ‘স্বচ্ছন্দ’ দেশের সর্ববৃহৎ গ্রুপ এস আলমের। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশের পর এবার গ্রুপটির দখলে আসছে সোস্যাল ইসলামী ব্যাংক। গ্রুপের ১৪টি কোম্পানির মাধ্যমে ইতোমধ্যে সোস্যাল ইসলামী ব্যাংকের ২৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এস আলম। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৩৫০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। সাইফুল আলম মাসুদ ব্যাংকটির পরিচলনা পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। এছাড়া শরিয়াহ্ভিত্তিক এ ব্যাংকটিতে রয়েছে গ্রুপপটির একাধিক পরিচালক।
ইসলামী ব্যাংককে জামায়তমুক্ত করার ‘সরকারি আবেদনে’ সাড়া দিয়ে সাতটি নতুন প্রতিষ্ঠান তৈরি করে গতবছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে ১৪ শতাংশ শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপ। এরপর ইসলামী ব্যাংকের বোর্ড থেকে ম্যানেজমেন্ট, সর্বত্র আমূল পরিবর্তন আসে। ৭শ’ কোটি টাকা দিয়ে ১৪ শতাংশ শেয়ার কেনার পর গতমাসের শেষে আড়াইশ কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকের আরও ৫ শতাংশ শেয়ার কিনে নেয় গ্রুপটি। এস আলম গ্রুপের হাতে বর্তমানে ১৯ শতাংশের বেশি শেয়ার রয়েছে ব্যাংকটির। এবার ৭শ’ কোটি টাকার ২৮ শতাংশ শেয়ার কিনে নিল মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বাধীন গ্রুপটি। জানা গেছে, দিন দিন ইসলামী ব্যাংকের জনপ্রিয়তা বাড়ছে। সুদভিত্তিক ব্যাংকিংয়ের পরিবর্তে ইসলামী ধারার ব্যাংকিংয়ের প্রতি মানুষের বাড়ছে আগ্রহ। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলোর মুনাফাও বেশি। বিভিন্ন সময় বিশ্বব্যাপী দুই হাজার ১০০টির মতো ব্যাংক বন্ধ হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি বা বন্ধ হয়নি। এসব দিক বিবেচনা করে এস আলম ইসলামী ব্যাংকিংয়ে বেশি আগ্রহী হয়েছে বলে জানা গেছে।
দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা এস আলম গ্রুপের বার্ষিক টার্নওভার ১৪ হাজার কোটি টাকার ওপরে। মোট সম্পদ প্রায় ২০ হাজার কোটি টাকার। দেশের যেকোন দুর্যোগে সহায়তার হাত নিয়ে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস আলম শীর্ষে। সম্প্রতি গণমাধ্যমেও ব্যাপক বিনিয়োগ শুরু করেছে গ্রুপটি।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান গেøাবাল ট্রেডিং করপোরেশন এসআইবিএল’র ১ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭২৬টি শেয়ার কিনেছে যা ব্যাংকটির মোট শেয়ারের ২ দশমিক শূণ্য ৫ ভাগ। প্রতিষ্ঠানটির কনটাক্ট পারসন হিসেবে নাম রয়েছে মো. রাশেদুল আলমের যিনি এস আলম গ্রুপের পরিচালক। শেয়ার ক্রয়ে ব্যবহৃত বিও আইডি’র নম্বর ১৬০৫১৪০০৬৩৫১৯১৭৪।
এস আলম গ্রুপের মালিকানাধীন লায়ন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট এসআইবিএল’র শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৯৬০টি যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক শূণ্য ৬ ভাগ। এক্ষেত্রে ব্যবহৃত বিও আইডি নম্বর ১৬০৫১৪০০৬৩৫২০১৬২।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান ফোর্টম্যান সিমেন্ট এসআইবিএল’র শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ১০ হাজারটি যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক শূণ্য ৬ শতাংশ। এক্ষেত্রে কনটাক্ট পারসন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম নিজে। শেয়ার ক্রয়ে ব্যবহৃত বিও আইডি নম্বর ১৬০৫১৪০০৫৯১৯৩১০৩।
এস আলম গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান মডার্ন প্রপার্টিজ লিমিটেড ১ কোটি ৫২ লাখ ৯ হাজার শেয়ার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) কিনেছে এসআইবিএল’র। এক্ষেত্রে ব্যবহৃত বিও আইডি নং ১৬০৫১৪০০৬৩৫২০৬১৭।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান প্রসাদ প্যারাডাইজ রিসোর্ট লিমিটেড ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে এসআইবিএল’র। কনটাক্ট পারসন হিসেবে নাম মো. শহিদুল আলমের যিনি এস আলম গ্রুপের পরিচালক ও সাইফুল আলমের ভাই। ব্যবহৃত বিও আইডি নং ১৬০৫১৪০০৬৩৫২০৮০৭।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান ইউনিক ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লি. ১ কোটি ৫২ লাখ ১৩ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে ব্যাংকটির। ব্যবহৃত বিও আইডি নং ১৬০৫১৪০০৬৩৫২১২৩১।
এস আলম গ্রুপের আরেক প্রতিষ্ঠান হাসান আবাসন (প্রা.) লি. ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে এসআইবিএল’র। যার বিও আইডি নং ১৬০৫১৪০০৬০২৫৯৬২১।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান প্লাটিনাম এনডেভার্স লি. ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে ব্যাংকটির। বিও হিসাব নং ১৬০৫১৪০০৬১৪৫৪৫৯৬।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান ডাইনামিক ভেনচারস লিমিটেড ১ কোটি ৫২ লাখ ১৪ হাজার শেয়ার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) কিনেছে স্যোসাল ইসলামী ব্যাংকের। ব্যবহৃত বিও হিসাব নং ১৬০৫১৪০০৬২০৮৯৯৪৩।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান রিলায়বল এন্টারপ্রেনার্স লি. এসআইবিএল’র শেয়ার কিনেছে ১ কোটি ৫২ লাখ ৯ হাজার ২৮৪টি (২ দশমিক শূণ্য ৬শতাংশ)। বিও হিসাব নং ১৬০৫১৪০০৬৯২৫৮৫৮৬০।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান প্যারাডাইজ ইন্টারন্যাশনাল লি. ১ কোটি ৫২ লাখ ১২ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে এসআইবিএল’র। ব্যবহৃত বিও হিসাব নং ১৬০৫১৪০০৬১৪৫৪৭৮৬।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠান লিডার বিজনেস এন্টারপ্রাইজ ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২ দশমিক শূণ্য ৬শতাংশ) শেয়ার কিনেছে ব্যাংকটির। ব্যবহৃত বিও হিসাব নং ১৬০৫১৪০০৬২৬১৬৭৭৭। উপরের ১২টি প্রতিষ্ঠানের ঠিকানা একই- আল আমিন সেন্টার (১২তম তলা) ২৫/এ, দিলকুশা সি/এ, ঢাকা।
এস আলম গ্রুপের মালিকানাধীন রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডের দুইটি হিসাবে এসআইবিএল’র শেয়ার কেনা হয় আরও ২ দশমিক শূন্য ৬ শতাংশ করে। ব্যবহৃত বিও হিসাব নং যথাক্রমে ১২০৩৮৫০০৩৭১৫১১৮৫ ও ১২০৩৮৫০০৩৮৩১৮৪৩৩।
এদিকে এস আলম গ্রুপ ব্যাংকটির শেয়ার ধারণ করায় বিনিয়োগকারীদের আস্থা দিন দিন বাড়ছে ব্যাংকটির ওপর। ৩/৪ মাস আগে গ্রুপটির শেয়ার ধারণের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকেই বাড়ছে ব্যাংকটির শেয়ারদর। শেয়ারদর ২০ টাকা থেকে বাড়তে বাড়তে ৩৩ টাকায় পৌঁছায়। বাজার বিশ্লেষকরা বলছেন, এস আলম গ্রুপের ব্যবসায়িক সুনামের কারণেই আস্থা বেড়েছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। তারা এটা বুঝতে পেরেছেন, সামনের দিনে ব্যাংকটির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে।



 

Show all comments
  • তামান্না ৩০ অক্টোবর, ২০১৭, ২:৪৯ এএম says : 0
    কিছু বলার নাই
    Total Reply(0) Reply
  • Md. Aminur Islam ৩০ অক্টোবর, ২০১৭, ৯:৩৪ এএম says : 0
    It is a news or an Add bu S. Alam group?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ