Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসদ ভেঙ্গে নির্বাচন না দিলে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে - ফখরুল

স্টাফ রিপোর্ট | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:৫৮ পিএম

বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে ভোট সুষ্ঠু ও অর্থবহ হবে না। আবার ৫ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটবে। তাই নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দিতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকেই নিতে হবে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন যে সংলাপ করেছে সেটা আইওয়াশ মাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ