Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানকে ফের গ্রেফতারের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি

কোর্ট রিপের্টিার : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগের মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকায় ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
এ বিষয়ে ওই আদালতের পেশকার মো. আশরাফুল হক সাংবাদিকদের জানান, মামলার অপর আসামি সনাতন উল্লাস গতকাল আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করা হয়। শুনানী শেষে বিচারক আগামী ৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন। এরআগে জামিনের শর্ত ভঙ্গ করায় একই আদালত গত ২০ সেপ্টেম্বর ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। পরদিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন পান।
এরআগে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গত ৩১ মে বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। মামলা সুত্রে জানাগেছে, সুপ্রিম কোর্টের প্রঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরান ও সনাতনের নেতৃত্বে বের হওয়া ওই মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে শ্লোগান দেওয় হয়। এ কারণে বাংলাদেশের নাগরিক হিসেবে বাদী ক্ষুব্ধ, অপমানিত। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদের জামাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ