Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-অরুয়াইল সড়কটির খুব খারাপ অবস্থা। দ্রুত সংস্কার করা না হলে বর্ষার উপর্যুপরি আঘাতে সড়কটি বিলীন হয়ে যাবে। সরাইল উপজেলার চুন্টা, অরুয়াইল, পাকশিমুল এবং নাসিরনগর উপজেলার চাতলপাড়- এই চার ইউনিয়নবাসীর জেলা সদরে আসা-যাওয়ারও সড়ক এটি। প্রতিদিন এই চার ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যানবাহনে জেলা সদরসহ অন্যান্য উপজেলায় আসা-যাওয়া করে। ২০১০ সালে হাওরের ওপর দিয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মিত হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে ১২ কিলোমিটারের সড়কটির প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। গত বছরের বন্যায় ফসলি জমিতে পানির প্রচন্ড ঢেউয়ের তোড়ে এক পাশের বল্গক সরে মাটি ধসে পড়ে। আর গত দু›দিনের টানা বৃষ্টিতে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। চরম দুর্ভোগে পড়েছে সরাইল-নাসিরনগর উপজেলার চুন্টা, ভূঈশ্বর, লোপাড়া, পাকশিমুল, কালিশিমুল, জয়ধরকান্দি, ব্রাহ্মণগাঁও, ষাটবাড়িয়া, হরিপুর, পরমানন্দপুর, ইলিয়াসপুর, বড়ইচারা, কাকরিয়া, রাজাপুর, সিঙ্গাপুর, চরকাকরিয়া, রাণীদিয়া, বনিয়ারটেক, অরুয়াইল, দুবাজাইল, ধামাউড়া, চরদুবাজাইল, ধানতুলিয়া, বরনগর, ইছাপুর, কচুয়া, চাতলপাড় গ্রামের লক্ষাধিক মানুষ। শিগগিরই সংস্কার করা না হলে সড়কটি হাওরে বিলীন হতে পারে। তখন সরাইল উপজেলার তিনটি ইউনিয়ন এবং নাসিরনগর উপজেলার একটি ইউনিয়নবাসীর দুর্ভোগের সীমা থাকবে না।
এম. মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া

ফার্মগেট পার্ক প্রসঙ্গে
ফার্মগেট এলাকার আশপাশের লোকদের বিনোদনের একমাত্র জায়গা ফার্মগেট পার্ক। একসময় পার্কের ভেতরে লাইট, বসার ব্যবস্থা, ফুলের বাগান ও পানির ফোয়ারা ছিল। প্রতিদিন ভোরে ও বিকেলে স্থানীয় বয়স্ক লোকদের হাঁটাচলার জন্য প্রশস্ত রাস্তা ছিল। বর্তমানে পার্কটি ময়লা ফেলার ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হয়। মাঝে মাঝে দেখা যায়, কিছু ছেলে দলবদ্ধ হয়ে ভাসমান নেশাখোরদের কাছ থেকে নেশাদ্রব্য ক্রয় করে। অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে নেশাখোররা আস্তানা গাড়ে। রাজধানীর ব্যস্ততম একটি জায়গায় এটা কী করে হচ্ছে দেখার কেউ নেই। পার্কটির মূল চরিত্র ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
যোসেফ রায় পল্টু
পূর্ব রাজাবাজর, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন