Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে বিপজ্জনক বলে রিপাবলিকান সিনেটরের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৭, ১:৩৯ এএম

রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক পদত্যাগ করেছেন। তিনি পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না বলেও উল্লেখ করেছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা করেছেন তিনি। ট্রাম্পকে ইঙ্গিত করে আরিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জেফ ফ্লেক বলেন, মার্কিন সরকারের ঊর্ধ্বতনের বেপরোয়া, বিদ্বেষপূর্ণ এবং অমানবিক আচরণ দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

এদিকে জেফ ফ্লেককে বিষাক্ত বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও আরো এক মার্কিন সিনেটর বব ক্রোকারের সঙ্গে কলহে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। নিজের সিদ্ধান্ত নিশ্চিত করার আগে সিনেটের এক বিবৃতিতে ফ্লেক আরিজোনা রিপাবলিক পত্রিকাকে বলেন, সা¤প্রতিক সময়ে রিপাবলিকানের যে পরিস্থিতি তাতে রিপাবলিকান পার্টিতে আমার মতো একজন রিপাবলিকানের জায়গা নেই।
ট্যাক্স সংস্কার বিষয়ে গত মঙ্গলবার সিনেটের ফ্লোরে ১৭ মিনিটের বক্তৃতায় তার ক্ষোভ উগরে দেন জেফ ফ্লেক। সেখানেই তিনি বলেন, তিনি পরবর্তীতে এ পদে আর পদপ্রার্থী হবেন না। গত ২০১৩ সাল থেকে তিনি আরিজোনার রিপাবলিক্যান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
৫৪ বছরের সিনেটর বলেন, ‘ব্যক্তিগত আক্রমণ, শৃঙ্খলা, স্বাধীনতা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুমকি, সত্য ও ন্যায়পরায়ণতা সম্পর্কে নেতিবাচক অবজ্ঞা - সবচেয়ে ক্ষুদ্র কারণগুলির জন্য উস্কানি, আমাদের বর্তমান রাজনীতির এই আতঙ্কজনক বৈশিষ্ট্যগুলির কোনোটিই স্বাভাবিক হিসাবে বিবেচিত হবে না’।
বক্তব্যে ফ্লেক বলেন, ‘ প্রেসিডেন্টের সমালোচনা করতে তার ভাল না লাগলেও এটি করা তার কর্তব্য মনে করে এবং নৈতিক দিকটি বিবেচনা করেই তিনি তা করছেন’।
এর আগে রিপাবলিকান সিনেটর বব ক্রোকার ট্রাম্পকে মিথ্যাবাদী এবং অদক্ষ আখ্যা দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতিকে ঘরে-বাইরে হুমকির মুখে ফেলছেন বলে মনে করেন দু’জনই।
ক্ষমতাসীন রিপাবলিকান দলের পরপর দু’জন সিনেটর প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে নিয়ে এমন কড়া সমালোচনা করায় দলের চাপা ক্ষোভ যেন আগ্নেয়গিরির লাভার মত বেরিয়ে আসছে। ফলে দলে বিদ্রোহ দানা বাঁধার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্লেক। তাকে ভোট দিতেও অনিচ্ছুক ছিলেন তিনি। সূত্র : এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ