Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশম সংসদের ১৮তম অধিবেশন ১২ নভেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় সংসদের অষ্টদশ অধিবেশন আগামী ১২ নভেম্বর বিকেল ৪টায় বসবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এই অধিবেশন আহŸান করেন।
সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা থাকায় এই অধিবেশন ডাকা হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরুর দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চ‚ড়ান্ত করা হবে। এরআগে গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদের ১৭তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শেষ হয়।
উল্লেখ্য, গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট ও সংবিধানের ষোড়শ সংশোধনীর উপর উচ্চ আদালতের দেয়া রায় নিয়ে অধিবেশন জুড়ে ব্যাপক উত্তেজনা ছিলো। এই দু’টি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। আগামী অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে উত্তপ্ত থাকবে বলে সংশ্লিষ্ট মনে করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ