পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেস বিমানবন্দরে তার অনুমতি ছাড়াই কে বা কারা তালা ভেঙে তল্লাশি চালিয়েছে রোববার। ওই দিন সকালে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় এ ঘটনার শিকার হন। তিনি ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। স্যুটকেস থেকে তার বাবা তাজ উদ্দিনকে নিয়ে লেখা বেশ কিছু কাগজপত্র চুরি হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ বলেন, ঢাকা বিমানবন্দরে কেউ হয়তো আমার অনুমতি ছাড়াই সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালিয়েছে। সুটকেসে বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। সোমবার এক ফেইসবুক পোস্টে ওই ঘটনার কথা জানিয়ে তার সঙ্গে স্যুটকেসের একটি ছবিও দিয়েছেন তিনি। তবে, কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, সোহেল তাজের স্যুটকেস খোলার বিষয়টি তারা তদন্ত করে দেখছে। সোহেল তাজ ফেইসবুকে লিখেছেন, গত ২২ অক্টোবর দেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি স্যুটকেস খোলা অবস্থায় পান। ওই স্যুটকেসের সঙ্গে ট্যাগে তার নাম স্পষ্ট করে লেখা ছিল। ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কাউকে তল্লাশি করার অর্থ হল তার উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ব্যাগেজ বা শরীরে সন্দেহজনক কিছু আছে কিনা সেটা দেখবে। যাত্রী যখন তার ব্যাগেজ এয়ারলাইন্সকে বুঝিয়ে দেয়, সেই এয়ারলাইন্স তাকে একটি ট্যাগ দেবে। এক্ষেত্রে মালামাল খোয়া গেলে বা কোনো ক্ষতি হলে তার দায় এয়ারলাইন্সকেই নিতে হবে। এখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার থাকে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।