Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতির লোক যেন নির্বাচন পর্যবেক্ষক না হয় -সিইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নির্বাচনী কেন্দ্রে পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি
রাজনৈতিক কোনো ব্যক্তি যেন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না পায়, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
অন্যদিকে নির্বাচনী কেন্দ্রে পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা। গতকাল রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে সিইসি এ আহ্বান জানান। পর্যবেক্ষকরা সিইসির সঙ্গে সংলাপে বলেন, নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পর্যবেক্ষকদের যেতে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় আইডি কার্ডসহ অন্যান্য সরঞ্জামাদি আগেই সরবরাহ নিশ্চিত করতে হবে। এ সময় পর্যবেক্ষকদের দায়িত্ব পালনকালে যেন সামগ্রিকভাবে ভোট কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান। সিইসি বলেন, আমরা আপনাদের পরামর্শ নিচ্ছি। যাদেরকে নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে পাঠাবেন, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন বলে আশা করি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে নির্বাচন পর্যবেক্ষদের ভ‚মিকা নিয়ে কথা হয়েছে এবং পর্যবেক্ষকরা যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আপনারা নির্বাচন চলাকালে মাঠে ময়দানে বিচরণ করবেন, সঠিক সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন। আপনাদের পরামর্শ আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করব এবং বিবেচনা করব। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইন সংস্কার, আসন সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক এই সংলাপ করছে। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৩০ পর্যবেক্ষক প্রতিনিধি অংশ নেন। গত ৩১ জুলাই সুশীলসমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধি এবং ২৪ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে করবে ইসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ