Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নাছিম উল আলম : ভারতের উড়িষ্যা উপক‚লে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যে গভীর সঞ্চালনশীল মেঘমালা ধেয়ে এসে দেশের উপক‚লভাগসহ দক্ষিণাঞ্চলে গত দু’দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। অমাবশ্যার ভড়া কোটালে ভর করে ২০-২৫ কিলোমিটার বেগের বাতাসের সাথে মাঝারী থেকে ভারী বর্ষণে উপক‚লভাগসহ সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। বরিশালে গতকাল দুপুর ৩টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় প্রায় ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্তই বৃষ্টি হয়েছে প্রায় ৮১ মিলিমিটার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুরোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে অনধীক ৬৫ ফুট দৈর্ঘ্যরে সব নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর সহ উপক‚লভাগে সব মাছধরা ট্রলার ও জেলে নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া বিভাগ। বরিশালের পায়রা সহ সবগুলো সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেতও দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি ক্রমে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল ও উরিশ্যা উপক‚ল এলাকায় অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পরবে বরে আবহাওয়া বিভাগের বিমেষ বুলেটিনে জানান হয়েছে। তবে আজ সকালের পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পাবার কথাও বলেছে আবহাওয়া বিভাগ।
সাগর মাঝারি থেকে তীব্র মাত্রায় উত্তাল রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৌকতে ৭-৮ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে। এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে সাগরের গর্জন শুনা যাচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণনাঞ্চল সহ সমগ্র উপক‚ল ভাগে দফায় দফায় ভারী বর্ষণ অব্যাহত ছিল। মনপুরা, চরফ্যাশন, রাঙ্গাবালি, বরগুনা, হাতিয়া ও স›দ্বীপ রুট ছাড়াও ভোলা-ল²ীপুর নৌ পথে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম বরিশাল খুলনা মহাসড়কের ভোলা ল²ীপুর ফেরী পারাপারও বন্ধ রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপের পরিণত হবার পরে তার প্রভাবে গত বৃহস্পতিবার রাতের প্রথম প্রহর থেকেই দক্ষিণাঞ্চল সহ উপক‚লভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হয়। সকাল ১০টার পরে বৃষ্টিপাত কিছুটা প্রশমিত হলেও দিনের বেশীরভাগ সময় জুড়েই হালকা বৃষ্টি সন্ধার পরে ভারী বর্ষণের রূপ নেয়। রাতভর কমবেশী বৃষ্টিপাতের পরে গতকাল (শুক্রবার) সকাল থেকেও উপক‚লভাগে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। মাঝারি বর্ষণে দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। এমনকি কর্মজীবীদের সাপ্তাহিক বন্ধের দিনে বাজার করা থেকে শুরু করে জুমার দিনে মসজিদে যেতেও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশাল মহানগরীতে প্রায় ৮১মিলিমটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বর্ষা মাথায় করে দক্ষিণ-পশ্চিম মওসুমী বায়ু ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে এ উপমহাদেশ থেকে বিদায় নেয়ার কথা থাকলেও অক্টোবরের মধ্যভাগে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে সমগ্র উপক‚লভাগকে আরো একবার দুর্যোগে ফেলল। তবে এবছর অসময়ে ও অতি বর্ষনে ইতোপূর্বে আউশ সহ গ্রীষ্মকালীন শাক-সবজীর কিছুটা ক্ষতি হলেও এখনো আমনের জন্য তেমন কোন ক্ষতির কারন হয়নি। তবে অক্টোবরের মধ্যভাগের পরের এ বৃষ্টি সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীতকালীন সবজির জন্য আরো বড় বিপর্যয় ডেকে আনল।
আবহাওয়া বিভাগ থেকে এ নিম্নচাপের প্রভাবে উপক‚লভাগের দ্বীপাঞ্চল সহ চরগুলো স্বভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট জলোচ্ছাসে প্লাবিত হবার কথাও বলা হয়েছে গতকাল। বৃহস্পতিবার রাতের শুরু থেকে গতকাল দিনভর মাঝারী থেকে প্রবল বর্ষনে বরিশাল মহানগরীর অনেক এলাকা প্লাবিত হয়েছে।
আবহাওয়া বিভাগের মতে, ভারত উপক‚লীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপ হিসেবে ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অবস্থান করছিল। এটি আরো উত্তর/উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পরবে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপে তারতম্যে আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সব মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পূববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় খেপুপাড়ায়। গতকাল সকাল ৬টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৪০ মিলিমিটার ও ভোলাতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময়ে দেশের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়াতে ৬৪মিলিমিটার। মওসুমের বিদায়ী এ এ বৃষ্টিপাতের ফলে দক্ষিণাঞ্চলে তাপমাত্রাও যথেষ্ঠ হ্রস পেয়েছে। বরিশালে গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ডিগ্রী সেলসিয়াসের মত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ