Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইল আটকিয়ে ঘুষ দাবির অভিযোগ প্রতিকার চাওয়ায় রাজউক কর্মকর্তার হাতে লাঞ্ছিত ভুক্তভোগী

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ফাইল আটকিয়ে ঘুষ দাবি করার বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করতে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মচারির হাতে লাঞ্ছিত হয়েছেন এক ভুক্তভোগী। গত বৃহস্পতিবার রাজউক কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার রূপগঞ্জ পার্শি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের অভিযোগ, তিনি রাজউকের পূর্বাচল প্রকল্পের একজন সাধারণ ক্ষতিগ্রস্ত প্লটধারী। তার প্লটের লিজ দলিল ও অন্যান্য কাজ করাতে তিনি পূর্বাচল সেলের ৯ নং সেক্টরের ডিলিং এসিট্যান্ট ফারুক হোসেনের কাছে যান। ওই সময় ফারুক হোসেন তার প্লটের কাজ দ্রæত শেষ করার কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ ৬ মাস পর তাকে ফারুক জানান, ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছেনা। ফাইল বের করতে আরো ১০ লাখ টাকা লাগবে। নিরুপায় হয়ে আনোয়ার হোসেন রাজউকের সংশ্লিট মেম্বরের দ্বারস্থ হন। মেম্বর তাকে বিষয়টি রাজউক চেয়ারম্যানের গণশুনানীতে উপস্থাপন করার পরামর্শ দেন। এ ঘটনা জানতে পেরে গত বৃহস্পতিবার দুপুরে ফারুক হোসেন তার অফিস কক্ষে আনোয়ার হোসেনকে ডেকে নেন। সেখানে ফারুক ও তার দু’জন সহযোগী রুমের দরজা বন্ধ করে আনোয়ার হোসেনকে মারধর করেন। এক পর্যায়ে ফাইল গায়েবসহ জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। ঘটনার পর পরই ভুক্তভোগী আনোয়ার হোসেন এ ব্যাপারে মতিঝিল থানায় একটি সাধারন ডাইরি করেন (নং ১৪৪৭, তারিখ. ১৯-১০-১৭)। আনোয়ার হোসেন আরো বলেন, পূর্বাচল এলাকার প্লটধারীদের ফাইল আটকে রেখে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছেন ফারুক হোসেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানলেও তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেনা। জানতে চাইলে ফারুক হোসেনকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ