Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় প্রবল বর্ষণে ৩ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্থ

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : প্রবল বর্ষণে কলারোয়ার নিম্নাঞ্চল ডুবে প্রায় ৩ হাজার বিঘা জমির উঠতি ফসল ব্যপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ১৫/২০ মিনিট সময় সামান্য বৃষ্টি ছাড়া প্রায় সারা দিন মেঘলা আবাহওয়া বিরাজ করে। গতকাল শুক্রবার মধ্য রাতের পর গুড়ি গুড়ি বৃ্িষ্টপাত হতে থাকে। ভোর থেকে মুসলধারে বিরামহীন বৃষ্টি চলতে থাকে। অঝোর ধারায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত বৃষ্টি চলার পরে ঘণ্টা খানেক বিরাম থাকে। এ সংবাদ লেখা সময় পর্যন্ত প্রবল বৃষ্টিপাত অব্যাহত ছিল। আকাশ ঘন মেঘ অন্ধকারাচ্ছন্ন। প্রবল বর্ষণে নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এই পানিতে মাঠে কেটে রাখা এক হাজার বিঘা জমি পাকা ধান ডুবে গেছে। আরো এক হাজার বিঘা জমির পাকা ধান পানিতে পড়ে ক্ষতিগস্থ হচ্ছে। প্রায় ২শ’ বিঘা জমির উচ্ছে, আড়াইশ’ বিঘা জমি পটল, দেড়শ’ বিঘা জমির কুমড়াসহ প্রায় ২শ’ বিঘা শীতকালিন শাক সবজির ক্ষেতে পানি জমে ক্ষতি হচ্ছে। এভাবে মেঘলা আবাহওয়া বা বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষেতে কাটা ধান ও পানিতে পড়া পাকা ধান চারা গজিয়ে নষ্ট হবে। অন্যান্য ফসল গাছ পচে নষ্ট হয়ে যেতে পারে বলে কৃষকরা বলে জানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ