Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমাদের বিশ্বাস করা ছিল রাশিয়ার সবচেয়ে বড় ভুল -পুতিন

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দুনিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবারই মস্কোর বিশ্বাস নষ্ট করেছে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় ভুলটি হচ্ছে, তাদের বিশ্বাস করা। মস্কো পশ্চিমা দুনিয়াকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করেছে। কিন্তু তারা সেই বিশ্বাস ভঙ্গ করেছে। তারা আমাদের বিশ্বাস ও আস্থাকে দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে তা নষ্ট করে ফেলেছে। গত বৃহস্পতিবার রাশিয়ার সুচি শহরে জার্মান শিক্ষাবিদদের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভøাদিমির পুতিন বলেন, রাশিয়া মার্কিন কর্মকর্তাদের পূর্ব ঘোষণা ছাড়াই পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। কিন্তু বিনিময়ে তারা রাশিয়ার জাতীয় স্বার্থকে অবজ্ঞা করেছে। তারা ককেশীয় অঞ্চলে বিচ্ছিন্নতাবাদকে সমর্থন দিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রতারণা করেছে, যুগোসøাভিয়ায় বোমা নিক্ষেপ করেছে, ইরাকে আগ্রাসন চালিয়েছে। তারা এমন বহু কাজ করেছে।
যুক্তরাষ্ট্রে এখন অপ্রত্যাশিতভাবে রুশবিরোধী তৎপরতা চলছে বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, দেশটিতে রুশ কূটনৈতিক স্থাপনা বন্ধ করা হয়েছে। সেখানে রুশ মিডিয়ার বিরুদ্ধে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ