Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ার সাফা বন্দর বণিক সমিতি নির্বাচন সম্পন্ন

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতি লি. (সাফা বন্দর বণিক সমিতি) এর বৃহস্পতিবার অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনে আবু সাঈদ সভাপতি ও মো. গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। সমিতির ৫০৭ জন ভোটারের মধ্যে ৪৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক ঘোষিত ফলাফলে ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ চেয়ার প্রতীকে ২৭৯ ভোট পেয়ে আবারও সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়ার্ড আ.লীগের সভাপতি সওগাতুল আলম বেপারী ছাতা প্রতীকে পেয়েছেন ১৬০ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে রিকশা প্রতীকে মো. গোলাম মোস্তফা ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাওলানা মো. কবির আহমেদ দোয়াত কলম প্রতীকে ২১৫ ভোট পেয়েছেন। পরিচালক পদে মো. নওয়াব মিয়া (হরিণ প্রতীকে ২৮৪ ভোট), মো. খোকন মিয়া (গোলাপ ফুল প্রতীকে ২৬৮ ভোট), মো. আবু জাফর শেখ (বাল্ব প্রতীকে ২৫৫ ভোট), মো. নাছির উদ্দিন (হাতপাখা প্রতীকে ২৫১ ভোট), মো. কবির মল্লিক (খেজুরগাছ ২২৪ ভোট), মো. হেলাল উদ্দিন (কলস প্রতীকে ২২৪ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক সবার সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ