Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিইসি’র ব্যাখ্যায় সন্তুষ্ট আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ৩:২৩ পিএম

জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ তার ব্যাখ্যা পেয়েছে। সিইসি’র ব্যাখ্যায় আওয়ামী লীগ সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আজ বুধবার ১টার দিকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা জানান।

এসময় ওবায়দুল কাদের বলেন, ইসি’র সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাদের বক্তব্য পজিটিভ মনে হয়েছে। জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলে সিইসি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যা দিয়েছে কিন্তু আপনাদের সেটা বলবো না।

সিইসি’র কাছে তার বক্তব্যের ব্যাখ্যা চাইতে পারেন। এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সংলাপে নির্বাচনে অবৈধ অর্থ এবং পেশীশক্তির ব্যবহার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত নির্বাচন সংক্রান্ত নির্দেশনা এবং বিদ্যমান নির্বাচনী আইন ও বিবিধমালা নিরপেক্ষ ও কঠোর প্রয়োগের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা; প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি বা সংস্থার অপেশাদার ও দায়িত্বহীন আচরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ; নির্বাচন পরিচালনায় কেবলমাত্র প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার পদে নিয়োগ করা; তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের বাছাই করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী চূড়ান্ত করাসহ মোট ১১টি প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ।



 

Show all comments
  • S. Anwar ১৮ অক্টোবর, ২০১৭, ৬:৫৩ পিএম says : 0
    জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা নন, প্রথম প্রতিষ্ঠাতা।
    Total Reply(0) Reply
  • Nurul islam ১৮ অক্টোবর, ২০১৭, ৯:৫৪ পিএম says : 0
    I thought election by all people of country spurted. or mesmerizer but no pressed love my homeland and .............................. .golden Bangladesh
    Total Reply(0) Reply
  • Rukon ১৯ অক্টোবর, ২০১৭, ১১:০৪ এএম says : 0
    Hmmmmmmmmm,,,,,,
    Total Reply(0) Reply
  • Anonto Anonto ১৯ অক্টোবর, ২০১৭, ১১:১৯ এএম says : 0
    It is impossible,,,,,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ