Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটুআই প্রকল্পকে ফাউন্ডেশন করার প্রস্তাব উঠছে

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে পরিণত করার জন্য একটি প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে পরিণত করার প্রস্তাব ছাড়াও বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে পরিণত করার প্রস্তাব ছাড়াও ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন, ২০১৭’-এর চ‚ড়ান্ত অনুমোদন এবং স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’-এর খসড়ার অনুমোদনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের আরো ছয়টি অবহিতকরণ প্রস্তাব উপস্থাপন করা হবে।
দেশের উন্নতি ত্বরান্বিত হওয়ার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প পরিচালিত হচ্ছে দেশব্যাপী। এ প্রকল্পের মাধ্যমেই এসব সেবা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার, ইউএনডিপি এবং ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ২০১৮ সালের ডিসেম্বরে। তাই মেয়াদ শেষেও এসব কার্যক্রম অব্যাহত রাখতে এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা হচ্ছে। এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে পরিণত করার জন্য একটি প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হয়েছে।
সরকারি সেবা প্রদানের প্রচলিত দৃশ্যপট বদলে সমাজের সকল শ্রেণীর মানুষের দোরগোড়ায় সস্তায়, সহজে, দ্রæত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেয়াই ডিজিটাল বাংলাদেশের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ ও মন্ত্রণালয় পর্যন্ত সর্বত্র সমন্বিত ই-সেবা কাঠামো গড়ে তুলেছে। ফলে যে কোনো জায়গা থেকে জনগণ যে কোনো সময় তার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা গ্রহণ করতে পারছে। এতে সাধারণ মানুষের সময়, ভোগান্তি কমেছে, স্বাচ্ছন্দতা বেড়েছে এবং জনজীবন সহজ হয়েছে। মানুষের কর্মসময় বৃদ্ধি পেয়েছে। এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে পরিণত করার জন্য একটি প্রস্তাব অনুমোদনের জন্য আজ সোমবারের মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে অন্তভর্‚ক্ত করা হয়েছে। ইতোমধ্যে এটুআই প্রকল্পকে ফাউন্ডেশনে রূপান্তরিত করার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত অনুমোদন দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ ও আইন মন্ত্রণালয়ের ভেটিংও এরই মধ্য সম্পন্ন হয়েছে। মন্ত্রিসভার জন্য পাঠানো সার-সংক্ষেপে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে এটি পরিচালিত হবে। রুপকল্প ২০২১ বাস্তবায়নে এটুআই প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দফতরের সহায়তায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে সারাদেশে ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশনের ওয়ার্ডপর্যায়ে পাঁচ হাজার ২৮৬টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ১৩৬টি সেবা প্রদান; সকল সরকারি দফতরে জাতীয় তথ্য বাতায়ন বাস্তবায়ন, শিক্ষক বাতায়ন, ৩২ হাজার ৮৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিচারিক তথ্য ও সেবা সহজলভ্য করতে বিচার বিভাগীয় তথ্য বাতায়ন, ১৯ হাজার সরকারি দফতরে ই-ফাইল ব্যবস্থা বাস্তবায়ন, ২০০টি গুরুত্বপূর্ণ সেবা সহজিকরণে সহায়তা প্রদান।
প্রস্তাবনায় বলা হয়- এটুআই ফাউন্ডেশন প্রাথমিক সদস্য সংখ্যা হবে ২৫ জন। আর ১৩ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে পরিচালনা বোর্ড। প্রধানমন্ত্রীর মূখ্যসচিব হবেন চেয়ারম্যান। সরকারের সচিব, শিক্ষাবিদ, কারিগরি বিশেষজ্ঞ, পেশাজীবী ও বেসরকারি সংস্থার ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হবে বোর্ড। বোর্ড কর্তৃক নিযুক্ত একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন। সরকারি মঞ্জুরি, দান, অনুদান, ঋণ, বিদেশি সাহায্য, সেবা প্রদান এবং বিনিয়োগের মাধ্যমে লব্ধ আয়ে ফাউন্ডেশনের তহবিল গঠিত হবে। প্রকল্পটির মাধ্যমে সারাদেশে সকল সরকারি দফতরে সেবা প্রক্রিয়া উদ্ভাবন, জনবান্ধব সেবা তৈরি, সেবা সহজিকরণ ও ভোগান্তিমুক্ত সেবা প্রদান করা যাচ্ছে। এ প্রকল্প ফাউন্ডেশনে রূপ নিলে তা সেবা অব্যাহত রাখাসহ জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা প্রদান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকল্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ