Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ৪ সেনার প্রাণহানি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গত সপ্তাহে মুক্তি পাওয়া মার্কিন-কানাডার দম্পতি অপহরণের সাথে জড়িত জঙ্গিদের ধরতে গিয়ে বোমা বিস্ফোরণে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল রোববার আফগানিস্তান সীমান্তের কাছে খুররাম জেলার খারলাচ্চির এক তল্লাশি চৌকিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুক্তি পাওয়া মার্কিন-কানাডার পরিবারটিকে রাখা হয়েছিল তালেবান মদদপুষ্ট হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি হিসেবে পরিচিত আদিবাসীদের এলাকায়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে ই¤েপ্রাভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে একজন ক্যাপ্টেনসহ চার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করে। এ সদস্যরা বিদেশী পরিবারটিকে উদ্ধারকারী দলের সাথে ছিল। হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তান ভিত্তিক আফগানিস্তানের একটি ইসলামী জঙ্গি সংগঠন। এরা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ন্যাটো বাহিনী ও আফগানিস্তান সরকারের সাথে যুদ্ধে লিপ্ত। এই সংগঠনের নেতা হলেন সিরাজউদ্দিন হাক্কানি যিনি আফগান তালেবানেরও নেতা। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ