কক্সবাজার শহরের সাথেই ৬ নম্বর ঘাট। সকালেও রোদের তেজ। সারি সারি স্পিডবোট। গোরকঘাটায় যাচ্ছে জেনে একটিতে উঠে পড়ি। আট জন বসতেই ছেড়ে দিল। ‘প্রকল্পে কাজ করেন নাকি স্যার’? পাশের যাত্রীর প্রশ্ন। বললাম ‘না। ঘুরতে যাচ্ছি’। যুবক উৎসাহী হয়েই বলতে লাগলেন, ‘মহেশখালী...