টাঙ্গাইলের সখিপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধ করাতকলের পর এবার অবৈধভাবে গড়ে উঠেছে ২টি সীসা ও ১৯টি কয়লা কারখানা। এসব কারখানায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকার সংরক্ষিত বনের শাল-গজারি, আকাশমনি, ইউক্লিপটাস, মেহগণি, মিউজিয়ামসহ অন্যান্য কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। এতে সামাজিক বনায়ন...
সখিপুরের সংরক্ষিত বনাঞ্চলে আবার সচল হয়ে উঠছে সেই অবৈধ করাতকলগুলো। অভিযানের দিন করাতকল বন্ধ থাকে পরের দিন পুনরায় করাতকল চালু করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স গত বছর মার্চে এ বছর সেপ্টেম্বর এ তিন দফায় অভিযান চালিয়ে বনাঞ্চলে...