ব্রিটিশ অর্থনীতিবিদ কেইনস বলেছিলেন, অর্থনীতিবিদরা যেটা দশ বছর আগে বলে যান রাজনীতিবিদরা ঠিক দশ বছর পরে সেটা নিয়ে বুলি আওড়ান অথবা গন্ডগোল পাকান। ফরাসি দার্শনিক এন্ডমন্ড বার্ক অষ্টাদশ শতাব্দিকে ‘অর্থনীতিবিদদের যুগ’ বলে আখ্যা দিয়েছিলেন এবং এ কথাটি এখনোও সমভাবে প্রযোজ্য।...