মানবসভ্যতার বিকাশের সাথে নদীর স¤পর্ক অঙ্গাঙ্গী। বিশেষ করে কৃষিনির্ভর সভ্যতার। এছাড়াও পরবর্তীতে হাট-বাজার, কল-কারখানা এসব গড়ে উঠে নদীকে ঘিরেই। প্রথম দিকে নদীতে চলত পালতোলা নৌকা। পরবর্তীতে লঞ্চ, জাহাজ চলতে শুরু করে। মূলত কল-কারখানা এবং লঞ্চ-জাহাজের কারণে নদীর পানি দূষিত হতে...
মধ্যযুগে লোকসাহিত্যের ব্যাপক বিকাশ ঘটেছিল। এসব লোকসাহিত্যে আমরা বাংলা বারমাসের সুন্দর বর্ণনা পাই। এগুলোকে বলা হয় বারমাসি কাব্য বা গান। সে সময়কার উল্লেখযোগ্য বারমাসি হলো মৈমনসিংহ গীতিকার কমলার বারমাসি, মহুয়ার বারমাসি, কঙ্ক ও লীলার বারমাসি, মলুয়ার বারমাসি, ভেলুয়া সুন্দরীর বারমাসি।...