অনুবাদ : হোসেন মাহমুদএকটা বড় পাথরের উপর বসে সিগারেট ধরিয়ে পকেট থেকে মোবাইল বের করে আলী। একটু পরই চেঁচিয়ে ওঠে সেÑঃ মিসাম, দেখ্ দেখ্, আমার ফেসবুক পোস্টটাতে অসংখ্য লাইক পড়েছে। সিগারেটটা ধর। আমি আরো লাইক পাওয়ার কৌশল তোকে দেখাচ্ছি।’ ঃ...