হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) ইরশাদ করেছেন, যে মুসলিমের ওসিয়ত করার মতো কোনো বিষয় রয়েছে, তার জন্য উচিত নয়, ওসিয়ত অলিখিত অবস্থায় দু’রাত অতিবাহিত করা। (সহিহ বুখারী : ২৭৩৮)। হাদিসের দাবি হলো, মুসলমানকে তার প্রতিদিনের কাজ-কারবার সাফ...