জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ১৪ মাদকসেবী আটক করেছে। বুধবার ৩টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার তুরিপাড়া মহল্লার শ্রী নকুল সিংএর ছেলে শ্রী চঞ্চল সিং (৩০), মাতখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম...