আর যাই বলোবিশ্বাসের পরিত্যক্ত বাস্তুভিটাটা অবশেষেনিলামেই তুলতে হলো।কেউ এসে সেটা চড়া দামে কিনেও নিলো।মূল্য পরিশোধ করলো তারএকটা বিষাদের নীল ছাওয়া খামে।তোমার কাছে যেটা ছিলো এতোদিনআবাদহীন পতিত জমির মতো,একটা পোড়োবাড়ির শ্যাওলা ঢাকা সেইপুরোনো দেয়ালের মতো,আধপোড়া চাঁদের শ্রীহীন শরীরের মতো,আজ সেটা ছেড়ে...