চিঠিপত্র শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এত লোকের সমাগম নিঃসন্দেহে লেখক প্রকাশক ও আয়োজকদের মুখে হাসি ফোটায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মেলায় আগন্তুকেরা যতোটা না বই কেনায় ব্যস্ত, তারচেয়ে অনেক বেশি ব্যস্ত নানাভঙ্গিতে মোবাইলে সেলফি তোলা আর লেখকদের...