রকমারি সবজিতে ভরে গেছে ঝিনাইগাতী। ঝিনাইগাতী গারো পাহাড়ি এলাকার সবজি বেশ’ ক’বছর ধরেই শেরপুর জেলাসহ ঢাকা এমন কি বাইরের অনেক জেলায় সবজির যোগান দিচ্ছে। ঝিনাইগাতী গারো পাহাড়ের কৃষকরা জানান, এবারও প্রতিকূল আবহাওয়া সত্তে¡ও সবজির আবাদ করে বেশ লাভবান হচ্ছেন তারা।...
ঝিনাইগাতীতে শাক-সবজি আবাদে ব্যবহার করা হচ্ছে মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কীটনাশক ও অতিরিক্ত সার। চাষিরা বেশী ফলনের আশায় এটি ব্যবহার করছেন। ফলে শাক-সবজি স্বাদ যেমন বিনষ্ট হচ্ছে তেমনি এটি মানবদেহে। বিশেষজ্ঞদের মতে সাথারণত কৃষকরা স্প্রে করার পরদিনই ক্ষেত থেকে...