পানির স্তর অস্বাভাবিকভাবে নীচে নেমে যাওয়ায় ঝিনাইগাতীতে এখন চলছে পানির জন্য হাহাকার। এতে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গ্রামাঞ্চলে কমপক্ষে ৭/৮হাজার নলক‚প অকেজো হয়ে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সঙ্কট। এমনিতেই পাহাড়ী অঞ্চলের মানুষ ময়লাযুক্ত খাল-বিল, নদী-নালা ও ক‚য়া (ক‚প)...