(১৯০৪-১৯৮৩)মোরশেদুল ইসলাম অনূদিত ঢেউমৎস্যকন্যাদের মতো ঢেউগুলো ঘিরে ধরে আমাদের;তাদের দীর্ঘ রুপালি চুল, উজ্জ্বল স্বচ্ছ ত্বক।তাদের নরম মাথায় আমাদের নৌকো কাঁপায়,চেঁচিয়ে বলে, ‘যাত্রী, কোথায় সে কূল, যাচ্ছ যেথা?’না কোনো কূল, না কোনো বাতিঘর,জলের চেয়েও গভীর, তোমার পথের অন্ধকার।ঢেউ রে ঢেউ, চলো হাঁটি,...