যশোরের চৌগাছায় মধু কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে নিষিদ্ধ ঘেরজাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছেন স্থানীয় প্রভাবশালীরা। উপজেলার তাহেরপুর ঘাট থেকে ধুলিয়ানী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নদের বুকে কদমতলা গ্রামের ¯øুইচগেট নামক স্থানসহ বিভিন্ন স্থানে বাঁশের বেড়া দিয়ে...
যশোরের চৌগাছায় এনজিওর কিস্তি (ক্ষুদ্র ঋণ) এর টাকা দিতে না পেরে করছে আত্মহত্যা, শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। উপজেলার পাতিবিলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইকবাল হোসেনের স্ত্রী লিপিয়ারা বেগম (৩১) এনজিওর কিস্তির টাকা দিতে না পারাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা...