বাংলাদেশের পাশর্^বর্তী মিয়ানমারের আরাকান প্রদেশ এখন যেন এক মৃত্যুপুরী। ২ লাখ ৬১ হাজার ৯৭০ বর্গমাইলের মিয়ানমারে ২০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরাকান। বাংলাদেশের দক্ষিণ পূর্বে নাফ নদী ও সাগর উপকূলে বিস্তীর্ণ ‘আরাকাঁ ইয়ামা’ পাহাড়ের পাদদেশে সমৃদ্ধ আরাকানের অবস্থান।...
নাফ নদীর উভয় পাড়ের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে নির্যাতিত রোহিঙ্গা মসুলমানদের কান্নায়। স্বদেশের অসহনীয় জুলুমে বিপর্যস্ত হয়ে তারা মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে জল ও স্থলপথের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ঢুকে পড়ছে বাংলাদেশে। কিন্তু এপারে এসেও থামছে না তাদের কান্না। মিয়ানমারে...