পোশাক-আশাকে পরিপাটি। সদা হাস্যোজ্জ্বল। ব্যবহারে অমায়িক। বন্ধুবৎসল। জ্ঞান-গরিমায় অতুলনীয়। বক্তৃতায়-প্রতিক্রিয়ায় পরিমিতি। পরমতে সহনশীল ও সশ্রদ্ধ। দেশপ্রেম অপরিমেয়। গণতন্ত্র ও মূল্যবোধের প্রশ্নে নিরাপস। এতসব বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকতে পারে? হ্যাঁ পারে। তার প্রমান দিয়ে গেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। ক্ষমতার চৌহদ্দিতে...