আমদানি হলেও কমেনি চালের দাম : দ্বিগুণ দাম পেঁয়াজের : বাড়ছে কাঁচা সবজি-মাছসহ মসলার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। চাল-ডাল-মসলা থেকে শুরু করে কাঁচা সবজি-মাছ-গোশতের গগনস্পর্শী দামে পিষ্ট দেশের মানুষ। দীর্ঘদিন থেকে চালের বাজার অস্থির। তারপর আবার বন্যায় ফসলের ক্ষয়-ক্ষতিতে...