‘মন্ট্রিয়লে এক টুকরো বাংলাদেশ’ সেøাগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হলো ৩৬তম ফোবানা বাংলাদেশ সম্মেলন। লেবার ডে উইকেন্ডে গত ৩ ও ৪ সেপেটম্বর সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে লাভাল শেরাটন হোটেল দৃশ্যত ‘এক টুকরো বাংলাদেশ’-এ পরিণত হয়। আয়োজক সংগঠন ছিল...